ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

হবিগঞ্জে হত্যা মামলার আসমি ডিবি পুলিশের ইন্সপেক্টর ক্লোজড

জিয়া উদ্দিন দুলাল, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১০

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্তবর্তী আলীনগর গ্রামে নূরুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি ডিবি’র উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ বেলায়েত হোসেনকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।

হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জিললুর রহমান শুক্রবার সন্ধ্যায় বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে এর সত্যতা নিশ্চিত করেছেন।



উল্লেখ্য, গত রোববার রাত ১২ টার দিকে আলীনগর গ্রামের নূরুল ইসলামের বাড়িতে ডিবি পুলিশের এসআই বেলায়েতের নেতৃত্বে সাদা পোশাকে একদল পুলিশ হানা দেয়। এ সময় পুলিশ ছেলে জেবুকে  ঘর থেকে তুলে নিয়ে যেতে  চাইলে নূরুল ইসলাম বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে ডিবি পুলিশ  গুলি করে তাকে ইসলামকে মারাত্মক আহত করে। দ্রুত মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গত বৃহস্পতিবার নিহতের স্ত্রী জরিনা খাতুন হবিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে এসআই বেলায়েতকে প্রধান আসাম করে ৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।