ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আশুলিয়ায় পৃথক স্থান থেকে নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৩ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৯
আশুলিয়ায় পৃথক স্থান থেকে নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় পৃথক স্থান থেকে নারীসহ চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তারা হলেন- সাইফুল ইসলাম (২৮), শিরিনা বেগম (২০), সাধনা রানী (২৭) ও মঞ্জুরুল ইসলাম (৩৬)।

বুধবার (১৪ আগস্ট) আশুলিয়ার কোন্ডলবাগ, গাজীরচট, ভাদাইল ও সাভারের দোসার এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মধ্যে সাইফুল ইসলাম পটুয়াখলীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস গ্রামের শাহ আলম খানের ছেলে, শিরিন বেগম দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার খয়েরবাড়ি গ্রামের মৃত মোহাম্মদের মেয়ে, সাধনা রানী গাইবান্ধার সাদুল্লাহপুর উপজেলার রুসলপুর গ্রামের খোকা রামের মেয়ে ও মঞ্জুরুল ইসলাম রংপুরের মিঠাপুকুর উপজেলার জাফরুল্লাবাদ গ্রামের নাসির উদ্দিনের ছেলে।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ বাংলানিউজকে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলগুলোতে থানার উপ-পরিদর্শকদের (এসআই) পাঠানো হয়। তারা গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহগুলো শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রাথমিক তদন্তে তারা সবাই আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে বলেও জানান জাবেদ মাসুদ।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad