ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

জাতীয়

নিখোঁজের তিনদিন পর পাটক্ষেতে মিললো কৃষকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫৩, আগস্ট ১৪, ২০১৯
নিখোঁজের তিনদিন পর পাটক্ষেতে মিললো কৃষকের মরদেহ প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিখোঁজের তিনদিন পর শাহাদাত খাঁ (৪২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৪ আগস্ট) দুপুরের দিকে উপজেলার বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও গ্রামের একটি পাটক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পেশায় কৃষক শাহাদাত ওই গ্রামের বাসিন্দা ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত তিনদিন আগে বাড়ি থেকে নিখোঁজ হন শাহাদত খাঁ। নিখোঁজের তিনদিন পর বুধবার দুপুরে এক রাখাল গরু নিয়ে মাঠে যাওয়ার সময় স্থানীয় মালিক ভরসা আস্তানার পেছনের একটি পাটক্ষেতে শাহাদাত খাঁর মরদেহ পড়ে থাকতে দেখে। পরে ওখান থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) রাজু আহমেদ জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৯
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ