ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

দেওয়ানগঞ্জে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩২, আগস্ট ১৪, ২০১৯
দেওয়ানগঞ্জে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু

জামালপুর: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় পুকুরের ডুবে রাকিব (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বুধবার (১৪ অগাস্ট) দুপুরে উপজেলার হেলিপ্যাড পুকুরে এ ঘটনা ঘটে। রাকিব পৌর শহরের মাটিয়াখোলা গ্রামের মনিরুল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, দুপুর দেড়টার দিকে উপজেলার হেলিপ্যাড পুকুরে গোসল করতে নামে রাকিব। গোসলের একপর্যায়ে পানিতে ডুব দিয়ে নিখোঁজ হয় সে। এরপর স্থানীয়রা অনেক খোঁজাখুজি করে না পেয়ে দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়।

দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সোলাইমান হোসেন বাংলানিউজকে জানান, খবর পেয়ে ডুবুরি দল আসার আগেই পুকুরের পানিতে ভেসে ওঠে রাকিব। তাৎক্ষণিকভাবে  তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।