ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাজিতপুরে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২২ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৯
বাজিতপুরে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত ২

কিশোরগঞ্জ: কিশোরগেঞ্জর বাজিতপুর উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ফুরকান (৩২) ও শরীফ (৩০) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (১৪ আগস্ট) সকালে বাজিতপুর উপজেলার মাইজচর ইউনিয়নের শ্যামপুরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফুরকান শ্যামপুরপাড়া গ্রামের রাফাত আলীর ছেলে এবং শরীফ একই গ্রামের আব্দুল কাদিরের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে পূর্ব শত্রুতার জের ধরে ফারুক মিয়া গ্রুপ ও বাক্কার মেম্বর গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের গুলিতে বাক্কার মেম্বর গ্রুপের ফুরকান ও শরীফ গুলিবিদ্ধ হয়। পরে গুলিবিদ্ধ দু’জনকে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফুরকানকে মৃত ঘোষণা করে এবং শরীফকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে সেখানে নিয়ে যাওয়ার পথে শরীফ মারা যায়।

বাজিতপুর থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাসেল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ