ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ত্রিশালে ৪ ডাকাত আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৯
ত্রিশালে ৪ ডাকাত আটক

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় অভিযান চালিয়ে চার ডাকাতকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

বুধবার (১৪ আগস্ট) বিকেলে র‌্যাব-১৪ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

আটক চার ডাকাত হলেন- আব্দুল কাদের জিলানী (৪৯), তোফাজ্জল হোসেন (৪৫), রাকিবুল ইসলাম (২০) ও শাকিল মিয়া (২১)।

র‌্যাব-১৪ এর সহকারী পুলিশ সুপার তফিকুল আলম জানান, একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৩ আগস্ট) দিনগত রাত দেড়টার দিকে উপজেলার জামতলী পূর্বপাড়া গ্রামে অভিযান চালানো হয়। এ সময় একটি জঙ্গলের ভেতর থেকে তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে তিনটি রামদা, দু’টি করে হাসুয়া, চাপাতি, ছোরা, একটি বল্লম ও দু’টি মোবাইল ফোন জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে ত্রিশাল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৯
এমএএএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।