bangla news

পলাশবাড়ীতে দুই বাসের সংঘর্ষে আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৮-১৪ ৫:২৫:০৭ পিএম
পলাশবাড়ীতে বাস উল্টে বেশ কয়েকজন আহত

পলাশবাড়ীতে বাস উল্টে বেশ কয়েকজন আহত

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০  জন আহত হয়েছেন।

বুধবার (১৪ আগস্ট) দুপুর দেড়টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলার মহেশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, টিএল পরিবহনের যাত্রীবাহী  একটি বাস রংপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল। অপরদিকে সীমান্ত এক্সপ্রেস পরিবহনের একটি বাস ঢাকা থেকে রংপুর  যাচ্ছিল। পথে মহেশপুর এলাকায় দু’টি বাসের মুখোমুখে সংঘর্ষ হয়। এসময় টিএল পরিবহনের বাসটি রাস্তার পাশে উল্টে যায়। এতে উভয় বাসের অন্তত ১০ যাত্রী আহত হন। যাদের অধিকাংশই টিল পরিবহনের যাত্রী। তাৎক্ষণিকভাবে তাদের নামপরিচয় জানা যায়নি।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন শর্মা বাংলানিউজকে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালানো হয়। আহতদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। তাদের মধ্যে রংপুরের শাকিল (২০) ও রহিদুল (১৯)  নামে ‍দু’নের অবস্থা আশঙ্কাজনক। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, আগস্ট ১৫,  ২০১৯
এসএইচ

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-08-14 17:25:07