bangla news

নবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৮-১৪ ৫:১৮:৩৬ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দিনাজপুর: দিনাজপুরের নবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় আবেদ আলী (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলের চালকসহ দু’জন আহত হন।

বুধবার (১৪ আগস্ট) দুপুর ১২টার দিকে নবাবগঞ্জ-পীরগঞ্জ রোড়ে গাজিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আবেদ আলী উপজেলার গাজিপুর গ্রামের ইসমাঈল হোসেনের ছেলে। আহতরা হলেন- রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ফুয়াদ হাসান (২৪) ও তার বাবা গোলাম রব্বানী (৫০)।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবুত কুমার সরকার বাংলানিউজকে জানান, দুপুরে আবেদ আলী রিকশাভ্যানে করে বিনোদনগর মেয়ের বাড়ি থেকে আসছিল। পথিমধ্যে বাড়ির পাশে রাস্তায় ভ্যানচালককে ভাড়া দিয়ে রাস্তা পার হওয়ার সময় সামনে থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মেহেদী হাসান তাকে মৃত বলে ঘোষণা করেন। 

এব্যাপারে নবাবগঞ্জ থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে। 

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৯
এসএইচ 

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2019-08-14 17:18:36