ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভোলায় বন্দুকযুদ্ধে নিহতরা ধর্ষণ মামলার আসামি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৯
ভোলায় বন্দুকযুদ্ধে নিহতরা ধর্ষণ মামলার আসামি

ভোলা: ভোলায় ত্রিমুখী বন্দুকযুদ্ধে নিহত দুই ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তারা ধর্ষণ, মাদক ও দস্যুতার সঙ্গে জড়িত। নিহতরা হলেন, সদর উপজেলার চর সামাইয়া ইউনিয়নের কামালের ছেলে মঞ্জু (২৮) ও সৈয়দ আহমদের ছেলে আলামিন (২৫)।

বুধবার (১৪ আগস্ট) দুপুরে ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, ত্রিমুখী সংঘর্ষে (দুই দস্যু গ্রুপ ও পুলিশ) নিহতরা ঈদের আগের দিন রাতে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করেছিলো।

এ ব্যাপারে তাদের নামে থানায় একটি মামলা হয়েছে।
 
পুলিশ সুপার বলেন, ভোরের দিকে দু’দল দস্যুর মধ্যে গুলিবিনিময়ের খবর পেয়ে অভিযানে নামে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি চালায় দস্যুরা। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। ১০ মিনিট গুলিবিনিময়ের পর দস্যুরা পালিয়ে যায়। এসময় পুলিশ মোট ১২ রাউন্ড গুলি চালানো হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে দু’জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে।

**ভোলায় ত্রিমুখী ‘বন্দুকযুদ্ধে’ ২ দস্যু নিহত
বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।