bangla news

উজিরপুরে ত্রিমুখী সংঘর্ষে আহত ৮

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৮-১৪ ২:৪৭:৪৮ পিএম
দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার, ছবি: বাংলানিউজ

দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার, ছবি: বাংলানিউজ

ব‌রিশল: বরিশালের উজিরপুর উপজেলায় সোনার বাংলা  এলাকায় প্রাইভেটকার, থ্রি-হুইলার(মাহেন্দ্র)ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে আটজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৪ আগস্ট) সকালে বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, বরিশাল-ঢাকা মহাসড়কের সোনার বাংলা মোড়ে রাস্তার ওপরে একটি মোটরসাইকেল অতিক্রম করছিল। এসময় বরিশালগামী একটি প্রাইভেটকার ওই মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। একই সময় পেছনে থাকা দ্রুতগতির থ্রি-হুইলার প্রাইভেটকারের পেছন থেকে ধাক্কা দেয়। এতে দুইটি গাড়ির সামনে এবং পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এছাড়া মাহেন্দ্র যাত্রী ও মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা এবং পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উজিরপুর মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৯
এমএস/এএটি

ক্লিক করুন, আরো পড়ুন :   বরিশাল
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-08-14 14:47:48