ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আর্মি গলফ ক্লাবে বঙ্গবন্ধুর সম্মানে টেরাকোটা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৯
আর্মি গলফ ক্লাবে বঙ্গবন্ধুর সম্মানে টেরাকোটা

ঢাকা সেনানিবাসের আর্মি গলফ ক্লাবে 'ইতিহাস আমার অহংকার' নামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সম্বলিত একটি টেরাকোটা উদ্বোধন করা হয়েছে।  

বুধবার (১৪ আগস্ট) ক্লাবের গলফ গার্ডেনের দক্ষিণ-পূর্ব পাশের দেওয়ালে এ টেরাকোটার উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ কথা জানা যায়।

বাংলাদেশ সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা ও গলফ ক্লাবের সদস্যরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

'ইতিহাস আমার অহংকার' নামক এ টেরাকোটায় বাংলাদেশর অভ্যুদয়, ভাষা আন্দোলন, বঙ্গবন্ধুর ছয় দফা, ৭ই মার্চের ভাষণ, স্বাধীনতা যুদ্ধের খণ্ডচিত্রসহ বাংলাদেশের ইতিহাসের নানা দিকে ফুটিয়ে তোলা হয়েছে। এটি নির্মাণ করেছেন ভাস্কর মৃণাল হক।

বাংলাদেশ সময়: ০২১৭ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৯
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad