bangla news

আর্মি গলফ ক্লাবে বঙ্গবন্ধুর সম্মানে টেরাকোটা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৮-১৪ ২:১৭:৩৫ পিএম
গলফ ক্লাবে টেরাকোটার উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। ছবি: সংগৃহীত

গলফ ক্লাবে টেরাকোটার উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। ছবি: সংগৃহীত

ঢাকা সেনানিবাসের আর্মি গলফ ক্লাবে 'ইতিহাস আমার অহংকার' নামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সম্বলিত একটি টেরাকোটা উদ্বোধন করা হয়েছে।  

বুধবার (১৪ আগস্ট) ক্লাবের গলফ গার্ডেনের দক্ষিণ-পূর্ব পাশের দেওয়ালে এ টেরাকোটার উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ কথা জানা যায়। বাংলাদেশ সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা ও গলফ ক্লাবের সদস্যরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

'ইতিহাস আমার অহংকার' নামক এ টেরাকোটায় বাংলাদেশর অভ্যুদয়, ভাষা আন্দোলন, বঙ্গবন্ধুর ছয় দফা, ৭ই মার্চের ভাষণ, স্বাধীনতা যুদ্ধের খণ্ডচিত্রসহ বাংলাদেশের ইতিহাসের নানা দিকে ফুটিয়ে তোলা হয়েছে। এটি নির্মাণ করেছেন ভাস্কর মৃণাল হক।

বাংলাদেশ সময়: ০২১৭ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৯
এইচজে

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-08-14 14:17:35