bangla news

তুরাগ নদে ডু‌বে ক‌লেজছাত্র নি‌খোঁজ

‌স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৮-১৪ ১:২৫:০৩ পিএম
রাজীব মিয়া

রাজীব মিয়া

গাজীপুর: নৌকা‌যো‌গে পিক‌নিক থে‌কে ফেরার প‌থে ‌গাজীপুর সি‌টি কর‌পো‌রেশ‌নের বা‌ঘিয়া নদীরপাড় এলাকায় তুরাগ নদে ডু‌বে রাজীব মিয়া (১৯) নামে এক ক‌লেজ ছাত্র নি‌খোঁজ হ‌য়ে‌ছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) দিনগত রা‌তে এ ঘটনা ঘটে। নি‌খোঁজ রাজীব টাঙ্গাই‌লের মির্জাপুর থানার ভাওয়ার কুমারজা‌নি এলাকার মো. আবুল মিয়ার ছে‌লে এবং মির্জাপুর সরকারি ডি‌গ্রি ক‌লে‌জের দ্বিতীয় ব‌র্ষের ছাত্র।

নি‌খোঁজ রাজীবের বন্ধু আ‌মির হামজা জানান, মির্জাপুর থে‌কে রাজীব মিয়াসহ ৪৯ জন এক‌টি নৌকাযো‌গে মিরপুর বোটা‌নিক্যালে গা‌র্ডেনে পিক‌নি‌কে যায়। ‌ফেরার প‌থে রাত ৯টার দি‌কে গাজীপুর সি‌টি কর‌পো‌রেশ‌নের বা‌ঘিয়া নদীরপাড় এলাকায় পৌঁছা‌লে নৌকার ছাদ থে‌কে রাজীব মিয়া তুরাগ নদে প‌ড়ে যায়। প‌রে মুহু‌ত্বের ম‌ধ্যে সে পা‌নি‌তে ডু‌বে নি‌খোঁজ হয়। এ সময় তা‌কে অ‌নেক খোঁজাখু‌জি ক‌রে পাওয়া যায়‌নি। প‌রে টঙ্গী ফায়ার সা‌র্ভি‌সের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। খবর পে‌য়ে রা‌তে তারা ঘটনাস্থ‌লে গি‌য়ে তল্লাশি ক‌রে রাজীবের সন্ধান পায়‌নি। পরে বুধবার (১৪ আগস্ট) ফের ফায়ার সা‌র্ভি‌সের ডুবুরি দল উদ্ধার চেষ্টা ক‌রেও রাজীবকে পায়‌নি। নি‌খোঁজ রাজীব সাঁতার জান‌তো এরপরও সে নদের পা‌ড়ে উঠ‌তে পা‌রে‌নি।

টঙ্গী ফায়ার সা‌র্ভি‌সের ডুবুরি মো. সাইফুল ইসলাম জানান, ঘটনার পর রা‌তেই তুরাগ নদে উদ্ধার অভিযান চালানো হয়। প‌রে সকা‌লেও উদ্ধার অ‌ভিযান চা‌লি‌য়ে নি‌খোঁজ রাজীবের কোনো সন্ধান পাওয়া যায়‌নি। তুরাগ নদে প্রচুর স্রো‌ত র‌য়ে‌ছে।

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৯
আরএস/এএটি

ক্লিক করুন, আরো পড়ুন :   গাজীপুর নিখোঁজ
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2019-08-14 13:25:03