bangla news

বড়াইগ্রামে পিকআপ-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৮-১৪ ১২:১৫:৪০ পিএম
দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস। ছবি: বাংলানিউজ

দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস। ছবি: বাংলানিউজ

নাটোর: নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসের চালক শাজাহান আলী (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) হারুনার রশীদসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

বুধবার (১৪ আগস্ট) সকালে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মহিষভাঙ্গা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাজাহান আলী মুন্সীগঞ্জ জেলার সদর উপজেলার কাচারীঘাট গ্রামের মৃত ইমান আলীর ছেলে।

আহত পুলিশের বাকি দুই সদস্য হলেন- পিকআপ ভ্যানের চালক মোবারক হোসেন ও গানম্যান ইব্রাহিম হোসেন।

বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান বাংলানিউজকে জানান, সকালে ঢাকামুখী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীতমুখী পুলিশ পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই গাড়ির চারজন আহত হন। আহতদের স্থানীয় আমেনা ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মাইক্রোবাসের চালক শাহজাহান আলীকে মৃত ঘোষণা করেন। ক্লিনিকে চিকিৎসা দেওয়ার পর আহত পুলিশ সদস্যদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। 

এদিকে খবর পেয়ে জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৯
এনটি

ক্লিক করুন, আরো পড়ুন :   সড়ক দুর্ঘটনা
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-08-14 12:15:40