bangla news

ধলেশ্বরীতে গোসল করতে নেমে নিখোঁজ একজন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৮-১৪ ৪:০৬:৩৬ এএম
ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ডিক্রীরচর এলাকায় ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে পলাশ চন্দ্র দাস (১১) নামে একজন নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে তিনি নিখোঁজ হন।

পলাশ কুমিল্লার দেবিদ্বারের উত্তম চন্দ্র দাসের ছেলে। তিনি ডিক্রীরচর কাশিপুর মধ্যপাড়া এলাকার বসবাস করতেন। 

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মন্ডলপাড়া স্টেশনের পরিদর্শক সিরাজুল ইসলাম জানান, নদীতে নিখোঁজ হওয়ার সংবাদ পেয়ে ডুবুরি দল দিয়ে তল্লাশি চালানো হয়েছে। তবে এখনও পলাশের সন্ধান মেলেনি। বৃষ্টির জন্য আপাতত অভিযান স্থগিত করা হয়েছে। বুধবার (১৪ আগস্ট) সকালে আবারও তল্লাশি শুরু হবে।

বাংলাদেশ সময়: ০৪০৬ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৯
জেআইএম

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2019-08-14 04:06:36