bangla news

ঝালকাঠিতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৮-১৩ ৯:৩৬:৩৪ পিএম
ঝালকা‌ঠি

ঝালকা‌ঠি

ঝালকা‌ঠি:  ঝালকাঠিতে পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৩ আগস্ট) ঝালকা‌ঠি পৌর শহরের কাঠপট্টি এলাকা ও নলছিটি উপজেলার প্রতাপ এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশুরা হলো ঝালকা‌ঠি পৌর শহরের কাঠপট্টি এলাকার মো. ফরিদ হোসেনের ছেলে সোলায়মান (৪) ও নলছিটির প্রতাপ গ্রামের মোটর মেকানিক মো. রমিজ খানের মেয়ে রিপা আক্তার (৫)।

পরিবারের বরাদ দিয়ে ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সহকারী সমীর দাস বাংলানিউজকে জানান, শিশু সোলায়মান দুপুরে খেলতে গিয়ে বাড়ির আঙিনার পুকুরে পড়ে যায়। পরে তাকে পানিতে ভাসতে দেখে দ্রুত হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, দুপুরে নলছিটি উপজেলা ভৈরবপাশা ইউনিয়নের প্রতাব গ্রা‌মে বাড়ির সামনে একটি পুকুরে পাশে এক সাথে খেলা করছিল রিপা ও তার বড় বোন। সকালের বৃষ্টির পানিতে পুকুর পাড়ের কাঁদামাটি পিচ্ছিল হওয়ায় বোনের দৃষ্টি এড়িয়ে পা পিছলে পানিতে পড়ে যায় যায় রিপা। পরে তাকে পুকুরে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলেও জানান সমীর। 

বাংলা‌দেশ সময়: ২১৩৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৯
এমএস/আরআইএস/

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-08-13 21:36:34