bangla news

ডিএমপি কমিশনার পদে আছাদুজ্জামানকে চুক্তিভিত্তিক নিয়োগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৮-১৩ ৮:৪৭:৪৬ পিএম
আছাদুজ্জামান মিয়া, ফাইল ফটো

আছাদুজ্জামান মিয়া, ফাইল ফটো

ঢাকা: ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হিসেবে মো. আছাদুজ্জামান মিয়াকে এক মাসের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে সম্প্রতি অবসরোত্তর ছুটিতে যাওয়া এই কমিশনারকে আবারও একই পদে নিয়োগ দেয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আছাদুজ্জামান মিয়াকে তার অবসরোত্তর ছুটি বাতিলের শর্তে ১৪ আগস্ট (বুধবার) থেকে ১৩ সেপ্টেম্বর (শুক্রবার) পর্যন্ত অথবা তার যোগদানের তারিখ থেকে এক মাস মেয়াদে ডিএমপির পুলিশ কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

২০১৫ সালের ৭ জানুয়ারি ডিএমপির কমিশনার হিসেবে যোগ দেন আছাদুজ্জামান মিয়া। চার বছর সাত মাসেরও বেশি সময় ধরে তিনি এ দায়িত্ব পালন করে আসছেন। মঙ্গলবার ছিল তার চাকরির শেষ দিন। কিন্তু সরকার পুনরায় তাকে এ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়ায় তার এখনই অবসর নেওয়া হচ্ছে না।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৯
পিএম/টিএ

ক্লিক করুন, আরো পড়ুন :   ডিএমপি
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-08-13 20:47:46