bangla news

উ‌জিরপুরে বাসচাপায় বৃদ্ধের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৮-১৩ ৭:২০:৫০ পিএম
ব‌রিশাল

ব‌রিশাল

ব‌রিশাল: বরিশালের উজিরপুর উপজেলায় বাসচাপায় ফজলুল হক (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ফজলুল উজিরপুর উপজেলার সানুহার এলাকার  আফসার উদ্দিনের ছেলে।

এরআগে, সকালে উপজেলার সানুহার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বাসচাপায় ফজলুল গুরুতর আহত হন।

ফজলুলর স্বজন শাকিল মাহামুদ জানান, বৃদ্ধ ফজলুল সানুহার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় সড়কের পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় বরিশাল থেকে উজিরপুরের সাতলাগামী একটি বাস তাকে চাপা দেয়। পরে তাকে দ্রুত উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন গৌরনদী হাইওয়ে থানার  পুলিশ।

বাংলা‌দেশ সময়: ১৯১৬ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৯
এমএস/আরআইএস/
 

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-08-13 19:20:50