ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

শ্রীমঙ্গলে মশকনিধন কার্যক্রমের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৯
শ্রীমঙ্গলে মশকনিধন কার্যক্রমের উদ্বোধন

মৌলভীবাজার: শ্রীমঙ্গলে মশকনিধন ও পরিচ্ছন্নতামূলক ক্রাশ প্রোগ্রামের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এরআগে, ‘শ্রীমঙ্গলে মশা নিধনে নেই কার্যক্রম, ঝুঁকিতে পৌরবাসী’ শিরোনামে বাংলানিউজে সংবাদ প্রকাশ হয়।

এরপরই তড়িঘড়ি করে এ কার্যক্রমের উদ্বোধন করে শ্রীমঙ্গল পৌরসভা।

উদ্বোধনী অনুষ্ঠানে পৌর শহরের কলেজ রোড ও চৌমুহনা এলাকায় মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।  

এতে উপস্থিত ছিলেন- পৌর মেয়র মো. মহসিন মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি আকবর হোসেন শাহীন, সাধারণ সম্পাদক অর্ধেন্দু দেব, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু তালেব বাদশা ও পৌরসভার কাউন্সিলারবৃন্দ, প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।