ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পদ্মায় সি-বোট উল্টে শিশু নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৯
পদ্মায় সি-বোট উল্টে শিশু নিখোঁজ

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে মাঝ পদ্মায় সি-বোট উল্টে দীন ইসলাম হোসেন রনি (৮) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। নিখোঁজ দীন মিরপুর-১২ এর চার নম্বর রোডের সি-ব্লকের বাসিন্দা সিদ্দিকুর রহমানের ছেলে।

মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে শিমুলিয়া ঘাট থেকে কাঁঠালবাড়ী ঘাট যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, ১৯ জন যাত্রী বহন করে শিমুলিয়া ঘাট থেকে কাঁঠালবাড়ী ঘাট যাচ্ছিল সি-বোটটি।

পথে মাঝ পদ্মায় প্রচণ্ড বাতাসে সি-বোটটি উল্টে যায়। এতে বোটে থাকা শিশু দীন ইসলাম রনি নিখোঁজ হয়। বাকি যাত্রীদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। নিখোঁজ শিশুর সন্ধানে উদ্ধার কাজ চলছে বলেও জানান তিনি।

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবিরুল ইসলাম জানান, মাঝ পদ্মায় ঝড়ের কবলে পড়ে প্রচণ্ড বাতাসে সি-বোটটি উল্টে যায়। নিকটবর্তী একটি খালি সি-বোটের মাধ্যমে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় এক শিশু নিখোঁজ আছে ও তার সন্ধানে উদ্ধার কাজ চলছে।

বাংলাদেশ সময়: ১০৪৩ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।