ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লংগদুতে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৯
লংগদুতে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

রাঙামাটি: রাঙামাটির লংগদু উপজেলায় স্বামীর দায়ের কোপে স্ত্রী হাসনা বেগম (৩৯) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় স্বামী নিজামকে (৪৭) আটক করেছে পুলিশ। 

সোমবার (১২ আগস্ট) সকালে উপজেলার কালাপাকুইজ্যা ইউনিয়নের ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে।  

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রী হাসনাকে ধারালো অস্ত্র (দা) দিয়ে মাথায় আঘাত করেন স্বামী নিজাম।

এতে ঘটনাস্থলে হাসনার মৃত্যু হয়। এরপর নিজাম নিজের শরীরেও আঘাত করেন। এসময় স্থানীয়রা ঘাতক নিজামকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।  

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মুহাম্মদ নূর বাংলানিউজকে জানান, হত্যাকাণ্ডের ঘটনায় এখনো কেউ মামলা দায়ের করেনি। তবে বাদীর পক্ষ থেকে মামলা না হলে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করবে।  

ময়না-তদন্তের জন্য ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আটক নিজাম লংগদু  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।