ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ডিএনসিসির নির্ধারিত স্থানে কোরবানি দেওয়ার আহ্বান আতিকের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৯
ডিএনসিসির নির্ধারিত স্থানে কোরবানি দেওয়ার আহ্বান আতিকের নির্ধারিত স্থানে নিজের পশু কোরবানি করেন মেয়র আতিক, ছবি: বাংলানিউজ

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বাসিন্দাদের কর্তৃপক্ষ নির্ধারিত স্থানে পশু কোরবানি দেওয়ার আহ্বান জানিয়েছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। এই আহবান জানিয়ে মেয়র নিজেও পশু কোরবানি দিয়েছেন ডিএনসিসি নির্ধারিত স্থানে।

সোমবার (১২ আগস্ট) সকালে ঈদুল আজহার নামায আদায় শেষে ডিএনসিসির ১ নম্বর ওয়ার্ডের আওতাধীন উত্তরার ৪ নম্বর সেক্টরের ২ নম্বর রোডে নির্ধারিত স্থানে নিজের পশু কোরবানি করেন তিনি।

কোরবানি শেষে আতিক বলেন, আমরা অনেক সময়ই অন্যদের অনেক কিছু বলি।

কিন্তু নিজেরা করি না। তাই নিজেদেরও করতে হবে। মেয়র হিসেবে এমনটা করলাম না। বরং একজন সুনাগরিক হিসেবে, ডিএনসিসির একজন বাসিন্দা হিসেবে নির্ধারিত স্থানে কোরবানি দিয়েছি। নিজের কাছে দায়িত্ব মনে হয়েছে। আশা করি নগরবাসীরাও ডিএনসিসির নির্ধারিত স্থানে তাদের পশু কোরবানি দেবেন এবং সিটি করপোরেশনকে তার কাজে সহায়তা করবেন।

বরাবরের মতো এবারও ঈদুল আজহায় ডিএনসিসি নির্ধারিত স্থানে পশু কোরবানি দিতে নগরবাসীদের প্রতি অনুরোধ জানানো হয় সিটি করপোরেশনের পক্ষ থেকে। নগরবাসীদের এ বিষয়ে উদ্বুদ্ধ করতে পশু কোরবানির স্থান থেকে বাসিন্দাদের বাসায় বাসায় মাংস বিনামূল্যে পৌঁছে দেওয়ার ঘোষণা দেয় সিটি করপোরেশন।

বাংলাদেশ সময়: ০৯১৩ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৯
এসএইচএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।