bangla news

২৫ নয়, ‘কালো হাতি’ বিক্রি হলো সাড়ে ৩ লাখে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৮-১২ ৩:১৩:১৩ এএম
কালোহাতি নামের সেই গরুটি বিক্রি হয়ে গেছে। ছবি: বাংলানিউজ

কালোহাতি নামের সেই গরুটি বিক্রি হয়ে গেছে। ছবি: বাংলানিউজ

ঢাকা: গাবতলীর পশুর হাটে প্রায় ৪১ মণ ওজনের ‘কালো হাতি’ নামের গরুটি ৩ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে। যদিও এর আগে গরুটির দাম হাঁকানো হয়েছিল ২৫ লাখ টাকা। গরুর মালিক মোহাম্মদ শামসুল হকের কাছ থেকে হাতির মতোই দেখতে কালো রঙের গরুটি কিনে নেন রাজধানীর ধানমন্ডি এলাকার এক বাসিন্দা।

রোববার (১১ আগস্ট) দিনগত রাত ১২টায় গরুটি বিক্রি হয়।

গরুর মালিক মোহাম্মদ শামসুল বাংলানিউজকে বলেন, সস্তা দরে, একেবারে ছাগলের দামে বিশাল সাইজের গরুটি বিক্রি করে দিলাম।

লোকসান হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, লাভ লোকসান বুঝিনা ভাগ্যে যা ছিল, সে দামেই বিক্রি হইছে।

গত বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে তিন বছর সাত মাস বয়সের কালো হাতিকে জামালপুরের বজ্রাপুর এলাকা থেকে গাবতলী পশুর হাটে আনা হয়।

গরুটির ‘কালো হাতি’ নামকরণ প্রসঙ্গে জানতে চাইলে শামসুল হক জানান, গরুটি দেখাশোনার দায়িত্বে থাকা রাখাল গরুটিকে যখন হাঁটানোর জন্য বাইরে নিয়ে যেত, তখন এলাকার লোকজন বলতো হাজী সাহেবের কালো হাতি বের হয়েছে। ৪১ মণ ওজনের গরুটিকে গ্রামের লোকজন ডাকতে ডাকতে এভাবেই কালো হাতি নাম হয়ে যায়।

কালো হাতির খাবারে প্রতিদিন ব্যয় হতো প্রায় ৫শ থেকে ৬শ টাকা। খাবার হিসেবে দেওয়া হতো খড়, ঘাস, গমের ভুসি, চালের গুঁড়া, ভুট্টার গুঁড়াসহ স্বাভাবিক খাবার-দাবার।

আরও পড়ুন>> গাবতলী পশুর হাটে ২৫ লাখের ‘কালো হাতি’

বাংলাদেশ সময়: ০৩১৩ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৯
আরকেআর/পিএম/এইচএডি

ক্লিক করুন, আরো পড়ুন :   ঈদুল আজহা
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-08-12 03:13:13