ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নেত্রকোনায় ১ হাজার ৭৪৯ স্থানে ঈদের জামাত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৮ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৯
নেত্রকোনায় ১ হাজার ৭৪৯ স্থানে ঈদের জামাত ফাইল ছবি

নেত্রকোণা: রাতে পোহালেই ঈদুল আজহা। এবারের ঈদে নেত্রকোনা জেলা সদরসহ দশ উপজেলার ১ হাজার ৭৪৯ স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। একইসঙ্গে সুন্দর ও শান্তিপূর্ণভাবে ধর্মীয় এ উৎসব পালনে সহায়তায় পুলিশের বিভিন্ন ইউনিটের ছয় শতাধিক পুলিশ মাঠে কাজ করছেন।

রোববার (১১ আগস্ট) দিনগত রাতে নেত্রকোনা জেলা পুলিশ সুপার (এসপি) মো. আকবর আলী মুন্সী বাংলানিউজকে এ তথ্য জানান।

জানা যায়, জেলা সদরে প্রধান ও প্রথম জামাত মোক্তারপাড়া কেন্দ্রীয় মসজিদে সকাল সাড়ে ৮ টায় ও দ্বিতীয় জামাত সাড়ে ৯ টায় অনুষ্ঠিত হবে।

সদরের বিভিন্ন এলাকায় মুসল্লিরা ৩২টি স্থানে ঈদের নামাজ আদায় করবেন। প্রতিটি জামাতেই কঠোর নিরাপত্তা জোরদার রয়েছে।

এবার নেত্রকোণায় মসজিদ ও মাঠসহ এক হাজার ৭৪৯টি স্থানে অনুষ্ঠিত হবে ঈদুল আজহার জামাত।

বাংলাদেশ সময়: ০২২৭ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৯
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।