ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

৮ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা-রংপুর মহাসড়কের দমদমা সেতু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫০ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৯
৮ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা-রংপুর মহাসড়কের দমদমা সেতু দমদম সেতু। ছবি: সংগৃহীত

ঢাকা: জরুরি মেরামত কাজের জন্য ঢাকা-বগুড়া-রংপুর মহাসড়কের রংপুর ও মিঠাপুকুরের মাঝামাঝি স্থানে অবস্থিত দমদমা সেতু আট ঘণ্টা বন্ধ থাকবে।

রোববার (১১ আগস্ট) রাত ১০টায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা আবু নাছের টিপু এ তথ্য জানান।

তিনি জানান, জরুরি মেরামত কাজের জন্য ঈদের দিন সোমবার (১২ আগস্ট) রাত ১০টা থেকে ঈদের পরদিন মঙ্গলবার (১৩ আগস্ট) ভোর ৬টা পর্যন্ত সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ থাকবে।

পরে ভোর ৬টা থেকে সেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

এ সময় যানবাহনসমূহকে রংপুর-বদরগঞ্জ-মধ্যপাড়া-মিঠাপুকুর সড়কপথ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। সাময়িক এ অসুবিধার জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ দুঃখ প্রকাশ করেছে বলে জানান এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২২৪৯ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৯
টিএম/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।