ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ময়মনসিংহে কখন কোথায় ঈদের জামাত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৯
ময়মনসিংহে কখন কোথায় ঈদের জামাত

ময়মনসিংহ: ময়মনসিংহ নগরের ঐতিহ্যবাহী আঞ্জুমান ঈদগাহ মাঠে রোববার (১২ আগস্ট) সকাল ৮ টায় ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯ টায়।

ঈদের এ প্রধান জামাতকে কেন্দ্র করে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে রোববার (১১ আগস্ট) বিকেলে বাংলানিউজকে জানিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) মিজানুর রহমান।

তিনি জানান, নগরের আঞ্জুমান ঈদগাহ মাঠ ছাড়াও আরও বেশ কয়েকটি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এর মধ্যে নগরের আকুয়া মার্কাস মসজিদে সকাল সোয়া ৭ টায়, ঐতিহ্যবাহী ময়মনসিংহ বড় মসজিদে সকাল ৮ টায়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে ৮ টায়, পুলিশ লাইন্স জামে মসজিদে সকাল সাড়ে ৯ টায়, চরপাড়া জামিয়া ইসলামিয়ায় সকাল ৮ টা ও সাড়ে ৮ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।  

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৯
এমএএএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।