ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গরু মোটাতাজাকরণ ভ্যাকসিন বিক্রি করায় যুবকের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২১ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৯
গরু মোটাতাজাকরণ ভ্যাকসিন বিক্রি করায় যুবকের কারাদণ্ড

ঢাকা: রাজধানীর গাবতলী গরুর হাটে অবৈধভাবে গবাদিপশু মোটাতাজাকরণের ভ্যাকসিন বিক্রি করার অপরাধে রহমত উল্লাহ (২৫) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সেইসঙ্গে তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

শুক্রবার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে র‌্যাব-৪ এর একটি দল তাকে আটক করে বলে শনিবার (১০ আগস্ট) দিনগত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।  

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার র‌্যাব-৪ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাবতলীর পশুর হাটে।

এসময় অবৈধভাবে গবাদিপশু মোটাতাজাকরণের ভ্যাকসিন বিক্রি করার অপরাধে রহমত উল্লাহ নামে এক যুবককে আটক করে ছয় মাসের কারাদণ্ড দেন।

ইনজেকশনের মাধ্যমে মোটাতাজা করা গরু মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। গবাদিপশুকে ইনজেকশন দিলে মাংসে পানি জমে, কিডনি নষ্ট হয়ে যায়, হার্ট ও লিভার ঠিক মতো কাজ করে না। ফলে গরু হাফাতে থাকে এবং এক পর্যায়ে মারা যায়। গরু বিক্রেতাদের এভাবে ইনজেকশনের মাধ্যমে গরু মোটাতাজাকরণ থেকে বিরত থাকার জন্য সতর্ক করেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বাংলাদেশ সময়: ০১১৭ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৯
এমএমআই/আরকেআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।