ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বংশী নদীতে পশুবোঝাই ট্রলার ডুবি, নয় গরুর মৃত্যু

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৯
বংশী নদীতে পশুবোঝাই ট্রলার ডুবি, নয় গরুর মৃত্যু

সাভার (ঢাকা): সাভারে উলাইলে বংশী নদীতে গুরুবোঝাই একটি ট্রলার কোরবানির হাটে যাওয়ার সময় ডুবে গিয়ে ৯ গরু মারা গেছে। তবে এতে মানুষের কোনো ক্ষয়-ক্ষতি হয়নি। 

শনিবার (১০ আগস্ট) দুপুরে সাভারের উলাইলে কর্নপাড়া এলাকায় বংশী নদীতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত ট্রলারটি এখনো নিখোঁজ রয়েছে।


 
জানা যায়, ট্রলারে ৩৯টি গরু ছিল। গরুগুলো নিয়ে ব্যাপারিরা মানিকগঞ্জের সিংগাইর থেকে গাবতলীর পশুর হাটের দিকে যাচ্ছিলো। উলাইলের কর্নপাড়া এলাকায় বংশী নদীতে স্রোতের কারণে হঠাৎকরে ট্রলারটি ডুবে যায়। এসময় গরুর ব্যাপারীরা ও ৩০টি গরু নিয়ে তীরে উঠতে পারলেও ৯টি গরু মারা যায়। পরে মারা গরুগুলোকে নদীতে ভাসিয়ে দেওয়া হয়।

এ বিষয়টি সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহম্মেদ বিষয়টি শুনেছেন বলে জানান।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছি। নদী ডুবে ৯টি গরু মারা গেছে। বাকী ৩০টি গরুসহ ট্রলার থাকা মাঝি বা ব্যাপারিরা তীরে উঠতে সক্ষম হয়েছেন। তবে এখনো ট্রলারটি নিখোঁজ রয়েছে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।