শনিবার (১০ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের পাঁচলিয়া, নলকা সেতু ও হাটিকুমরুল গোলচত্বর এলাকায় সরেজমিনে দেখা যায়, ঈদে ঘরে ফেরা যাত্রীবাহী বাস ও ট্রাকের বেশ চাপ রয়েছে। অতিরিক্ত যানবাহনের কারণে ধীর গতিতে চলছে গাড়িগুলো।
পাঁচলিয়া বাজারের তানভীর ইলেকট্রিক দোকানের মালিক আব্দুল বাতেনসহ স্থানীয়রা জানান, শনিবার সকাল ৮টা থেকে রাস্তা ফাঁকা ছিল। তবে তারপর থেকে মহাসড়কের দু’টি লেনে তীব্র যানজট তৈরি হয়। কয়েক হাজার যানবাহন ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে ছিল। দুপুর ১২টার পর থেকে যানজট কিছুটা কমতে থাকে। তারপরও ঢাকা-উত্তরবঙ্গমুখী লেনে থেমে থেমে আবার কখনো ধীরগতিতে চলছে গাড়ি।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম জানান, সেতুর গোলচত্বর এলাকা স্বাভাবিক থাকলেও কড্ডার মোড়ের পর থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি রয়েছে। তবে গাড়ি একেবারে থেমে নাই। কখনো যানজট সৃষ্টি হলেও পুলিশ দ্রুত সেটা নিরসনের চেষ্টা করছে।
বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৯
এসএইচ