ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

৬ ট্রেনের যাত্রার সময় পুনর্নিধারণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৯
৬ ট্রেনের যাত্রার সময় পুনর্নিধারণ

ঢাকা: পশ্চিমাঞ্চলের বিভিন্ন গন্তব্যে চলাচলকারী ছয়টি ট্রেনের যাত্রার সময় পরিবর্তন করে পুনর্নিধারণ করেছে রেল কর্তৃপক্ষ। 

শনিবার (১০ আগস্ট) কমলাপুর থেকে ছাড়তে  এক থেকে ১৫ ঘণ্টা পর্যন্ত বিলম্ব হবে এসব ট্রেনের। রেলের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

শুক্রবার (৯ আগস্ট) বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশে সুন্দরবন এক্সপ্রেস লাইনচুত্য হওয়ার ঘটনায় ভয়াবহ এ শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেছে।  

সূত্র জানায়, শনিবার ৭৬৯ নং ধুমকেতু এক্সপ্রেস ট্রেন সাড়ে ১১ ঘণ্টা বিলম্বে বিকেল সাড়ে ৫টায় কমলাপুর ছেড়ে যাবে।

৭২৬ নং সুন্দরবন এক্সপ্রেস ট্রেন ৭ ঘণ্টা বিলম্ব করে বেলা ১টা ২০ মিনিটে ছেড়ে যেতে পারে। ৭৬৫ নং নীলসাগর এক্সপ্রেস ট্রেন ১০ ঘণ্টা ১০ মিনিট দেরিতে সন্ধ্যা সোয়া ৬টায় কমলাপুর স্টেশন ছাড়ার কথা।  

পড়ুন>>ট্রেনের ছাদে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে মানুষ

৭৭১ নং রংপুর এক্সপ্রেস ট্রেন ছাড়ার পরিবর্তিত সময় নির্ধারণ করা হয়েছে রাত ১০টা ৩৫ মিনিটে। এ ট্রেনের যাত্রীদের স্টেশনে অপেক্ষা করতে হবে ১৩ ঘণ্টা ৩৫ মিনিটের বেশি।

আর লালমনিরহাট ঈদ স্পেশাল  ট্রেনটি ১৫ ঘণ্টা বিলম্বে রাত সোয়া ১১টায় ঢাকা ছাড়বে। ৭৫৩ নং সিল্কসিটি এক্সপ্রেস ৯ ঘণ্টা দেরিতে দুপুর ২টা ৪০ মিনিটের পরিবর্তে ঢাকা ছাড়বে আনুমানিক ২৩টা ৪০ মিনিটে।  

এছাড়া পশ্চিমাঞ্চলগামী কয়েকটি ট্রেন চলাচলেও ঘণ্টা-খানেকের শিডিউল বিপর্যয়ে পড়েছে। এদিকে রেল সচিব জানিয়েছেন, ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারণে যাত্রীরা চাইলে টিকিট ফেরত দিতে পারবেন।  

বাংলাদেশ সময়: ১৩২০ ঘন্টা, অাগস্ট ১০, ২০১৯
টিএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।