ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাস ভাড়া বেশি নেওয়ায় চালককে জরিমানা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৯
বাস ভাড়া বেশি নেওয়ায় চালককে জরিমানা 

মুন্সিগঞ্জ: ঢাকার গুলিস্তান থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট পর্যন্ত নির্ধারিত ৭০ টাকার ভাড়া ২০০ টাকা নেওয়ায় বিআরটিসি'র একটি বাসের চালককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১১টায় লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ভ্রাম্যমাণ আলাদত পরিচালনা করে বাসচালক মো. সালাউদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা করেন।  

সৈয়দ মুরাদ জানান, ঢাকার গুলিস্তান থেকে শিমুলিয়া ঘাটগামী যাত্রীদের থেকে ২০০ টাকা ভাড়া আদায় করা হয়।

শিমুলিয়া ঘাটে বাসটি অবস্থানকালে যাত্রীদের কাছ থেকে অভিযোগ পেয়ে সত্যতা মিললে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অনেক যাত্রী বেশি ভাড়া দিয়ে অন্যত্র চলে যান এবং ১০ জন যাত্রীকে অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।