ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গ্রিনরোডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিকিৎসকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৩ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৯
গ্রিনরোডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিকিৎসকের মৃত্যু

ঢাকা: রাজধানীর গ্রিনরোড এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পলাশ দে (২৪) নামে এক তরুণ চিকিৎসকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেল এ ঘটনা ঘটে। নিহত পলাশ গ্রিনরোড এলাকায় গ্রিনলাইফ মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্মরত ছিলেন।

তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গোপাল দের ছেলে এবং বর্তমানে তিনি মোহাম্মদপুর এলাকায় থাকেন।

কলাবাগন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি- তদন্ত) আ ফ ম আসাদ্দুজামান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, বিকেলে বৃষ্টির মধ্যে হেঁটে গ্রিনরোড এলাকায় দিয়ে যাচ্ছিলেন পলাশ। বৈদ্যুতিক খুঁটি থেকে ছিঁড়ে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয় তিনি। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৯
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।