ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ময়মনসিংহ পাসপোর্ট অফিসে দুদক, দালালের কারাদণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৯
ময়মনসিংহ পাসপোর্ট অফিসে দুদক, দালালের কারাদণ্ড

ময়মনসিংহ: ময়মনসিংহ আঞ্চলিক পাসপোর্ট অফিসকে দালালমুক্ত করতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে মফিজ মিয়া (৩০) নামে এক দালালকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (৭ আগস্ট) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান তাকে এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত মফিজ কিশোরগঞ্জ জেলার আব্দুল হামিদের ছেলে।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, স্থানীয় দুদকের সহকারী পরিচালক বজলুর রশিদ, উপ-সহকারী পরিচালক এনামুল হক ও নাজমুল হুদা যৌথভাবে এ অভিযানের নেতৃত্ব দেন।  

ওই দালালকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় বলে জানান সহকারী পরিচালক বজলুর রশিদ। তিনি জানান, এ অভিযান অব্যাহত থাকবে।  

বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৯
এমএএএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।