bangla news

মিরপুরে যান চলাচল স্বাভাবিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৮-০৭ ৯:৩৪:২০ পিএম
বেতন-বোনাসের দাবিতে করা সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন পোশাক শ্রমিকরা। ছবি: জিএম মুজিবুর

বেতন-বোনাসের দাবিতে করা সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন পোশাক শ্রমিকরা। ছবি: জিএম মুজিবুর

ঢাকা: ঢাকা-১৪ আসনের সাংসদ আসলামুল হকের আশ্বাসে মিরপুরে সড়ক থেকে অবরোধ তুলে নিয়েছে জারা জিন্স গার্মেন্টসের পোশাক শ্রমিকরা। অবরোধ তুলে নেওয়ার ফলে সাড়ে পাঁচ ঘণ্টা পর এ সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। বকেয়া বেতন-বোনাসের দাবিতে দুপুর থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কটি অবরোধ করে রেখেছিল শ্রমিকরা।

বুধবার (৭ আগস্ট) দুপুর সাড়ে তিনটা থেকে শুরু হওয়া অবরোধ রাত ৮টা ৫০ মিনিটে প্রত্যাহার করে নেওয়া হয়।

শাহআলী থানার অপারেশন অফিসার মেহেদি হাসান বাংলানিউজকে বলেন, স্থানীয় সাংসদ আসলামুল হকের আশ্বাসে পোশাক শ্রমিকরা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে। আগামীকাল দুপুর তিনটার মধ্যে বেতন-বোনাস দেওয়ার বিষয়ে বিজিএমইএ ও গার্মেন্টস মালিক পক্ষ সমঝোতায় এসেছে।

স্থানীয় সাংসদ আগামীকাল সকাল ১০টায় আন্দোলনরত পোশাক শ্রমিকদের গার্মেন্টসে উপস্থিত থাকতে বলেছেন বলে জানান এ অপারেশন অফিসার।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৯
এমএমআই/এইচএডি

ক্লিক করুন, আরো পড়ুন :   সড়ক অবরোধ
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2019-08-07 21:34:20