ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বেতন-বোনাসের দাবিতে মিরপুরে সড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৯ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৯
বেতন-বোনাসের দাবিতে মিরপুরে সড়ক অবরোধ বেতন-বোনাসের দাবিতে সড়ক অবরোধ করেছে গার্মেন্টস কর্মীরা। ছবি: জিএম মুজিবুর

ঢাকা: বকেয়া বেতন-বোনাসের দাবিতে রাজধানীর মিরপুরে সনি সিনেমা হলের সামনের রাস্তা অবরোধ করে রেখেছে জারা জিন্স গার্মেন্টসের পোশাক শ্রমিকরা।

বুধবার (৭ আগস্ট) দুপুর সাড়ে তিনটা থেকে বেতন-বোনাসের দাবিতে তারা সড়ক অবরোধ করে রাখে।

নাম প্রকাশে অনিচ্ছুক জারা জিন্স গার্মেন্টসের এক মহিলা শ্রমিক  বাংলানিউজকে বলেন, আমাদের বেতন-বোনাসের জন্য গার্মেন্টসের মধ্যে বহু আন্দোলন করেছি।

কিন্তু কেউ আমাদের কোনো কথা শুনে নাই। তাই বাধ্য হয়ে দাবি আদায় করতে রাস্তায় নেমেছি।

জারা জিন্স গার্মেন্টসের অপর শ্রমিক মো. মইনের কথা একই। তিনি বাংলানিউজকে বলেন, এখন পর্যন্ত আমাদের বেতন-বোনাস কিছুই হয়নি। আগামীকাল থেকে গার্মেন্টস বন্ধ হয়ে যাবে। বেতন ছাড়া আমরা কীভাবে ঈদ করব? এ দাবিতে দুপুর থেকেই আমরা রাস্তা বন্ধ করে আন্দোলনের নেমেছি।

মিরপুর জোনের ট্র্যাফিক সার্জেন্ট তন্ময় দাস বাংলানিউজকে বলেন, বকেয়া বেতন-বোনাসের দাবিতে শ্রমিকরা সাড়ে তিনটা থেকে রাস্তা অবরোধ করে বসে আছে।  শ্রমিকরা কোনো গাড়ি ভাঙচুর করেনি। শুধু রাস্তা অবরোধ করে বসে আছে।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৯
এমএমআই/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।