ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বেনাপোলে ৩২ পিস স্বর্ণের বার জব্দ

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৯
বেনাপোলে ৩২ পিস স্বর্ণের বার জব্দ

বেনাপোল (যশোর): বেনাপোল বাজারের দুর্গাপুর মোড় থেকে ৩২ পিস (২ দশমিক ৮ কেজি) স্বর্ণের বার ও একটি মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এসময় পাচারচক্রের কাউকে আটক করতে পারেনি তারা।

বুধবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে স্বর্ণের এ চালানটি জব্দ করা হয়।  

৪৯ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা বাংলানিউজকে বলেন, গোপন সংবাদে বিকেলে দুর্গাপুর মোড় থেকে একটি মোটরসাইকেলকে ধাওয়া করা হয়।

এক পর্যায়ে চালক মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি তল্লাশি করে সাইলেন্সার পাইপের মধ্যে থেকে ৩২ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দ স্বর্ণের বারগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি ২২ লাখ টাকা।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।