ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ডেঙ্গু প্রতিরোধে ঠাকুরগাঁওয়ে পরিচ্ছন্নতা অভিযান 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৯
ডেঙ্গু প্রতিরোধে ঠাকুরগাঁওয়ে পরিচ্ছন্নতা অভিযান 

ঠাকুরগাঁও: ‘এডিস মশা থেকে নিরাপদ থাকুন ডেঙ্গু, চিকুনগুনিয়া প্রতিরোধ করুন’ এ স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান।

বুধবার (৭ আগস্ট) সকালে ডেঙ্গু নিধন ও প্রতিরোধ করার জন্য ঠাকুরগাঁও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, অফিস, আদালত পাড়া, মহল্লায় এ অভিযান চলছে।

অভিযানের নেতৃত্ব দিচ্ছেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক (ডিসি) কেএম কামরুজ্জামান সেলিম।

এছাড়া ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল আল-মামুনের নেতৃত্বে তার উপজেলা পরিষদ পরিষ্কার-পরিচ্ছন্নতা করা হয়। এডিস মশা মারার জন্য পৌরসভার বিভিন্ন  নর্দমায় ছিটানো হয় বিষ।  

এসময় ঠাকুরগাঁওয়ের ‘আমার বাড়ি, আমার খামার’ প্রকল্পের সব কর্মকর্তা ও কর্মচারীরাও এ পরিচ্ছন্নতার কাজে যোগ দেন।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।