ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লামায় সড়ক দুর্ঘটনায় আহত ১১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৯
লামায় সড়ক দুর্ঘটনায় আহত ১১

বান্দরবান: বান্দরবানের লামা উপজেলার শিলেরতুয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি জিপ গাড়ি উল্টে অন্তত ১১ জন আহত হয়েছেন।

বুধবার (৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে লামা-আলীকদম সড়কে এ দুর্ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে লামা থেকে যাত্রীবাহী নিয়ে জিপটি চকরিয়ার দিকে যাচ্ছিল।

পথে শিলেরতুয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা ১১ যাত্রী আহত হন। আহতদের মধ্যে আটজন লামা সরকারি হাসপাতাল ও তিনজন চকরিয়া হাসপাতালে চিকিৎসাধীন।

লামা হাসপাতালে ভর্তিরা হলেন- মনির আহাম্মদ, রবীন্দ্র লাল, মেনতন ম্রো, তিংলক ম্রো, রেজাউল করিম, সাহাব উদ্দিন, জাহেদুল ইসলাম ও মো. পারভেজ। তবে চকরিয়া হাসপাতালে ভর্তি আহত অপর তিন জনের নাম পরিচয় জানা যায়নি।  

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা বাংলানিউজকে বিষয়টি জানান।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad