ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৯
ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পূর্ব মেড্ডা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মানিক মিয়া (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (৭ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। মানিক ওই শহরের মধ্য মেড্ডা (বনানীপাড়া) এলাকার ইউনুছ মিয়ার ছেলে ও পেশায় রং মিস্ত্রী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পূর্ব মেড্ডা এলাকায় মোশারফ মিয়ার বাড়িতে রঙের কাজ করার সময় অসাবধানতা বশত পাশে থাকা সার্ভিস তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন মানিক। স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  
 
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান বাংলানিউজকে জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।