ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খাগড়াছড়িতে আরও ৫ ডেঙ্গু রোগী শনাক্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৯
খাগড়াছড়িতে আরও ৫ ডেঙ্গু রোগী শনাক্ত হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীরা, ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে এখন পর্যন্ত ৩৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৫ ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছিল।

এরমধ্যে ২৩ জন রোগী হাসপাতালে ভর্তি হলেও বাকীরা সুস্থ হয়ে বাড়ি ছেড়েছে। তবে গুরুতর অসুস্থ অজয় সাহা নামে এক রোগীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসপাতালে চিকিৎসক সংকটের কারণে বাড়তি রোগীর চাপে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা নয়ন ময় ত্রিপুরা বাংলানিউজকে বলেন, আমরা সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছি। তবে হাসপাতালে ডেঙ্গু শনাক্তের কিট সংকটের কারণে রোগী ও স্বজনরা ভোগান্তির শিকার হচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৯
এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।