ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সময় মেনে চলছে না ‘নীলসাগর’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৯
সময় মেনে চলছে না ‘নীলসাগর’

ঢাকা: চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ছাড়া সব ট্রেন সময় মেনেই কমলাপুর ছাড়ছে। বুধবার (৭ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত ৮টি ট্রেন নির্ধারিত সময় মেনেই কমলাপুর ছেড়ে গেছে। রেলের ঈদ সার্ভিসের প্রথম দিন সকালে ট্রেনের তেমন শিডিউল বিপর্যয় দেখা যায়নি। 

রেলসূত্রে জানা গেছে, ২৯ জুলাই ঈদুল আজহার আগাম টিকিট যারা কেটেছেন, তারাই বুধবার (৭ আগস্ট)  বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন।  

সকাল ৬টায় রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস নির্ধারিত সময়ে কমলাপুর ছেড়ে গেছে।

এছাড়া খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ৬টা ২০ মিনিটে, সিলেটগামী পারাবত এক্সপ্রেস ৬টা ৩৫ মিনিটে, চট্টগ্রামগামী সোনারবাংলা এক্সপ্রেস ৭টায়, কিশোরগঞ্জগামী এগারসিন্ধুর প্রভাতী সোয়া ৭টায়, দেওয়ানগঞ্জবাজারগামী তিস্তা এক্সপ্রেস সাড়ে ৭টায় ও চট্টগ্রামগামী মহানগর প্রভাতী সকাল পৌনে ৮টায় ছেড়ে গেছে। তবে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস সকাল ৮টায় ছাড়ার কথা থাকলেও প্লাটফর্মের ডিসপ্লেতে দেখানো হচ্ছে, সকাল ৮টা ৫০ মিনিটে এ ট্রেন গন্তব্যে ছেড়ে যাবে।  

কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মোহাম্মদ আমিনুল হক বাংলানিউজকে বলেন, আমরা ট্রেনের শিডিউল ঠিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করছি। যাত্রীদের যাতে কোনো দুর্ভোগ না হয়, সেজন্য রেল কর্মকর্তারা কাজ করছেন।  

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৯
টিএম/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।