ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৯
কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

মাদারীপুর: বৈরী আবহাওয়ার কারণে মঙ্গলবার (৬ আগস্ট) মধ্যরাত থেকে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এছাড়াও বুধবার (৭ আগস্ট) ভোর থেকে লঞ্চ চলাচল ব্যাহত হচ্ছে। 

সকাল থেকেই বাতাস ও গুঁড়িগুঁড়ি বৃষ্টি পড়তে থাকায় নৌরুটে চলাচলকারী যাত্রীদের দুর্ভোগ দেখা দিয়েছে।  

বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানায়, বাতাস ও বৃষ্টি থাকায় পদ্মা উত্তাল হয়ে উঠেছে।

শিমুলিয়া প্রান্তের পদ্মায় প্রচণ্ড ঢেউ থাকায় মধ্যরাত থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে।  

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রচণ্ড বাতাসের কারণে শিমুলিয়ায় একটি ফেরিঘাট সরে গিয়েছে। তাছাড়া পদ্মায় প্রচণ্ড ঢেউ থাকায় শিমুলিয়া প্রান্ত থেকে ফেরিগুলো পদ্মা পার হতে পারছে না। এ কারণে বন্ধ রয়েছে ফেরি চলাচল।

এছাড়া মাঝপদ্মায় ঢেউ থাকায় ধারণক্ষমতার কম যাত্রী নিয়ে লঞ্চ পারাপার হচ্ছে বলে ঘাট সূত্রে জানা গেছে।  

বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া বলেন, রাত থেকেই প্রচণ্ড বাতাস বইতে থাকায় পদ্মা উত্তাল হয়ে উঠেছে। মাঝপদ্মায় ঢেউয়ের কারণে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় দুর্ঘটনা এড়াতে মধ্যরাত থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে।  

তবে শিগগিরই চলাচল শুরু হবে বলে শিমুলিয়া ঘাট সূত্র জানিয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৪২ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।