ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

কেরানীগঞ্জে পাসপোর্ট প্রতারক চক্রের ১ সদস্য আটক

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৮ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৯
কেরানীগঞ্জে পাসপোর্ট প্রতারক চক্রের ১ সদস্য আটক

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে ৩৩টি পাসপোর্টসহ আমির হোসেন (৪৩) নামে পাসপোর্ট প্রতারক চক্রের এক সদস্যকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। 

মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন রাজেন্দ্রপুর রাজাহালট থেকে তাকে আটক করা হয়।  

এসময় তার কাছ থেকে একটি বহির্গমন সিল, নগদ ১০ হাজার টাকা ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাব-১০ ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি-২) কেরানীগঞ্জ ক্যাম্পের উপসহকারী পরিচালক (ডিএডি) বদিউল আলম এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের কোম্পানি কমান্ডার মেজর সৈয়দ ইমরান হোসেন রাজাহালট এলাকায় অভিযান চালায়। অভিযানে ৩৩টি পাসপোর্ট ও একটি বহির্গমন সিলসহ ওই ব্যক্তিকে আটক করা হয়। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলায় দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৫২৭ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।