ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গ্রামে যাওয়ার সময় বাসায় কাউকে রাখার পরামর্শ মেয়রের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৪ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৯
গ্রামে যাওয়ার সময় বাসায় কাউকে রাখার পরামর্শ মেয়রের বক্তব্য রাখছেন ডিএসসিসি মেয়র সাঈদ খোকন/ছবি- ডি এইচ বাদল

ঢাকা: আসন্ন ঈদের ছুটিতে গ্রামে যাওয়ার আগে দু’একজনকে বাসা-বাড়িতে রেখে যাওয়ার জন্য নগরবাসীকে পরামর্শ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। 

তিনি বলেন, ঈদের সময় বাসা-বাড়ি বন্ধ থাকলে এসময় বৃষ্টির পানি এসে এডিস মশার লার্ভা জন্মাতে পারেন। বাসায় দু’একজন থাকলে তারা নিজেরা বাসা পরিষ্কার রাখতে পারবেন আবার সিটি করপোরেশনের কর্মীদের জন্যও সুবিধা হবে।

তারা বাসায় গিয়ে এডিস মশার লার্ভা ধ্বংস করতে পারবেন।

সোমবার (০৫ আগস্ট) বিকেলে নগর ভবনের নিজস্ব কার্যালয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচওর প্রতিনিধির সঙ্গে মতবিনিময় সভা শেষে এ কথা জানান তিনি।

দক্ষিণ সিটি মেয়র বলেন, আসন্ন সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ঢাকা ডেঙ্গুমুক্ত শহর হবে। ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় এর প্রতিরোধে প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারি কর্মকর্তারা মাঠে আছেন, কাজ করছেন। তাছাড়া জনগণ এখন খুবই সচেতন আশা করি ডেঙ্গু মোকাবিলায় আমরা সফল হবো। তাছাড়া ডেঙ্গু মশক নিধনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আমদানিকৃত নতুন ওষুধ এরইমধ্যে দেশে পৌঁছেছে। ওষুধগুলোর পরীক্ষা মঙ্গলবার (০৬ আগস্ট) নগর ভবনে করা হবে। সেখানে মিডিয়া, স্বাস্থ্য কর্মকর্তা, আইসিডিডিআরবিসহ অন্যান্য বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন। ওষুধ কয়েকটি দেশ থেকে আমদানি করা হয়েছে।

নগরবাসীর উদ্দেশে মেয়র বলেন, আপনারা আসন্ন ঈদুল আজহায় গ্রামের বাড়িতে গেলে দু’একজন করে আত্মীয় বাসা-বাড়িতে রেখে যাবেন। কারণ বাসা কয়েকদিন বন্ধ থাকায় এসময় বৃষ্টির পানি প্রবেশ করে এডিস মশার লার্ভা জন্মাতে পারে। এসময়টাতে বাসায় লোকজন থাকলে তারা নিজেরা পরিষ্কারের কাজটি করতে পারেন। আবার সিটি করপোরেশনের জন্যও ভালো হবে। আমাদের টিম যাবে, প্রতিটি বাসায় পরিষ্কারের জন্য।

তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচওর প্রতিনিধিরা আমাদের কাজে তারা সন্তোষ প্রকাশ করেছেন। তারা বাসায় বাড়ির সোর্স রিডাকশনের কথাসহ বেশ কিছু পরামর্শ দিয়েছেন। আমাদের কাজে ভুল-ভ্রান্তি থাকতে পারে, তবে এসিড মশা নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের কাজ অব্যাহত থাকবে।

এসময় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচওর প্রতিনিধি ডা. বর্ধন জং রানা, দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রি. জেনারেল মোহাম্মদ শরীফসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৯ 
ইএআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।