ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চিলমারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৯
চিলমারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুড়িগ্রাম: কুড়িগ্রামের চিলমারী উপজেলায় পানিতে ডুবে রায়হান মিয়া (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

সোমবার (৫ আগস্ট) দুপুরে উপজেলার ব্যাপারির বাজার এলাকার খলসেরভিটা বিলে এ দুর্ঘটনা ঘটে। রায়হান ব্যাপারির বাজার রাধাবল্লভ এলাকার সাইফুল ইসলামে ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, ব্যাপারির বাজার সংলগ্ন খলসেরভিটা বিলে কলাগাছের তৈরি ভেলায় রায়হান মিয়া, জিম ও মরিয়ম নামে তিন শিশু খেলা করছিল। এসময় ভেলার লগি ভেসে গেলে তা হাত বাড়িয়ে নিতে গিয়ে রায়হান পানিতে পড়ে যায়। বাকি শিশুরা চিৎকার শুরু করলে স্থানীয়রা রায়হানকে উদ্ধার করে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে কুড়িগ্রাম হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

উপজেলার থানাহাট ইউনিয়নের সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য এমদাদুল হক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৯
এফইএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।