ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

হজ-কাজে দিক-নির্দেশনা দিতে সৌদি গেলেন সিইসি 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৩ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৯
হজ-কাজে দিক-নির্দেশনা দিতে সৌদি গেলেন সিইসি  সিইসি কেএম নুরুল হুদা। ফাইল ফটো

ঢাকা: হজ ব্যবস্থাপনার কাজ তত্ত্বাবধান ও দিক-নির্দেশনা দিতে সৌদি আরব গেলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। তিনিসহ এ কাজে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল পাঠিয়েছে সরকার।

সিইসির ব্যক্তিগত সহকারী একেএম মাজহারুল ইসলাম জানিয়েছেন, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রোববার (৪ আগস্ট) বিকেল ৩টা ৮ মিনিটে সৌদির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন কেএম নুরুল হুদা।

এ সফর সম্পর্কে নির্বাচন কমিশনের (ইসি) জারি করা অফিস আদেশে বলা হয়েছে, সহজে হজ কাজ সম্পন্ন করার জন্য হজ ডেলিগেশন টিমের সদস্য হিসেবে সিইসি সার্বিক কাজ তত্ত্বাবধান ও দিক-নির্দেশনা দেবেন।

 

সিইসির সঙ্গে তার সহধর্মিনী হোসনে আরাও রয়েছেন। সিইসির ব্যয় বহন করছে ধর্ম মন্ত্রণালয় ও তার স্ত্রীর ভ্রমণব্যয় তিনি নিজেই বহন করবেন।

সৌদি সফরকালে সিইসি রাষ্ট্রদূত ও সংশ্লিষ্টদের নিয়ে ভোটার নিবন্ধন সংক্রান্ত বিষয়ে বৈঠকও করবেন।

আগামী ২১ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে তার।  

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৯
ইইউডি/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।