ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বকশীগঞ্জে ফায়ার সার্ভিস স্টেশনের কার্যক্রম শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৮ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৯
বকশীগঞ্জে ফায়ার সার্ভিস স্টেশনের কার্যক্রম শুরু

জামালপুর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উদ্বোধনের দশ মাস পর জামালপুরের বকশীগঞ্জে নবনির্মিত ফায়ার সার্ভিস স্টেশনের কার্যক্রম শুরু হয়েছে।

রোববার (৪ আগস্ট) সকালে ফায়ার সার্ভিস কার্যক্রমের উদ্বোধন করেন সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ।
 
ফায়ার সার্ভিস স্টেশনটি ২০০৩ সালে নির্মাণ কাজ শুরু হলেও ২০১৭ সালের ২ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করেন।

তবে দুই কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ ফায়ার স্টেশন জনবল ও বিদ্যুৎ সংযোগের অভাবে এতদিন কার্যক্রম শুরু করতে পারেনি।

জামালপুর ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্সের সহকারী পরিচালক কোবাদ আলী সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম ও বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।