ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজশাহীতে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে পুরো শহর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৮ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৯
রাজশাহীতে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে পুরো শহর অন্ধকারে পুরো রাজশাহী শহর

রাজশাহী: রাজশাহীর কাটাখালি গ্রিড উপকেন্দ্রের যান্ত্রিক ত্রুটির কারণে চরম বিদ্যুৎ বিপর্যয়ের কবলে পড়েছে শহরের মানুষ। 

শনিবার (০৩ আগস্ট) রাত ১০টার পর হঠাৎই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এর পর থেকে পুরো শহর অন্ধকারে নিমজ্জিত হয়ে আছে।

মূল সড়ক থেকে পাড়া-মহল্লার গলিপথসহ কোথাও আলো নেই! ঘুটঘুটে অন্ধকার আর তীব্র গরমে সাধারণ মানুষ এই গভীর রাতে সীমাহীন দুর্ভোগে পড়েছে। রাত গড়িয়ে আড়াইটা, অথচ বিদ্যুতের দেখা নেই। কখন বিদ্যুৎ সরবরাহ চালু হবে তাও নিশ্চিত করে বলতে পারছেন না কর্মকর্তারা।

তারা বলছেন, কাটাখালি পাওয়ার গ্রিড উপকেন্দ্র থেকে বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবারহ।

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী (ডিভিশন-৪) আব্দুর রশিদ বাংলানিউজকে বলেন, কাটাখালির পাওয়ার গ্রিডের সিটি (কারেন্ট ট্রান্সফরমার) কয়েল পুড়ে গেছে। তবে কাজ চলছে। প্রকৌশলীরা সবাই রয়েছেন সেখানে। যতো দ্রুত সম্ভব মহানগর এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। তবে কখন কাজ শেষ হবে, তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।

বাংলাদেশ সময় : ০৩০৭ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৯
এসএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।