ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বঙ্গোপসাগরে ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৯
বঙ্গোপসাগরে ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ

পটুয়াখালী: বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার থেকে পড়ে রুবেল মৃধা (৪০) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন।

শনিবার (৩ আগস্ট) সকালে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সোনার চর থেকে প্রায় ২৫০ কিলোমিটার দক্ষিণ বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে।

রুবেল চরমোন্তাজ স্লুইসবাজার আশ্রায়ণ প্রকল্পের বাসিন্দা ও বাউফল উপজেলার মমিনপুর গ্রামের মৃত রত্তন মৃধার ছেলে।

ট্রলার মালিক চরমোন্তাজ স্লুইস বাজারের বাসিন্দা রেজাউল মাতুব্বর বলেন, আমার সাইমুন নামের একটি ট্রলারে মাঝিসহ ১৩ জন জেলে মাছ ধরতে বঙ্গোপসাগরে অবস্থান করছিলেন। সাগরে প্রচণ্ড ঢেউ থাকায় সকালে হালের (চুকান) দড়ি ছিঁড়ে ট্রলার থেকে সাগরে পড়ে রুবেল নিখোঁজ হন।  

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ  বাংলানিউজকে বলেন, খবর পেয়ে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।