ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পিরোজপুরে ৩ দিনের বইমেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৯
পিরোজপুরে ৩ দিনের বইমেলা

পিরোজপুর: ‘কৈশোর-তারুণ্যে বই’র আয়োজনে পিরোজপুরে তিনদিনের বইমেলা শুরু হয়েছে। 

শনিবার (৩ আগস্ট) সকালে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে জেলার বিভিন্ন স্কুলের অংশগ্রহণে এ মেলার উদ্বোধন করা হয়।

সাংবাদিক ও কৈশোর-তারুণ্যে বই’র সভাপতি তুষার আব্দুল্লাহর সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন পিরোজপুর জেলা প্রশাসক (ডিসি) আবু আলী সাজ্জাদ হোসেন।

​মেলা চলবে সোমবার (৫ আগস্ট) পর্যন্ত। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা রাখা হবে এ মেলা।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৈশোর-তারুণ্যে বই’র ট্রাস্টি সৈয়দ জাকির হোসেন ও কাকলি প্রধান এবং সাংবাদিক শেখ মামুনুর রশিদ, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন মাঝি, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস আলী আজিজি।  

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বেসরকারি একটি টেলিভিশনের জেলা প্রতিনিধি জিয়াউল হক।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।