bangla news

গুইমারায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৮-০৩ ১:২৩:১২ পিএম
দুর্ঘটনাকবলিত দুই বাস, ছবি: বাংলানিউজ

দুর্ঘটনাকবলিত দুই বাস, ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: খাগড়াছড়ির গুইমারাতে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হয়েছে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (০৩ আগস্ট) সকালে গুইমারার হাফছড়ি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিদ্যুৎ কুমার দে বলেন, দিগন্ত কংকা নামে যাত্রীবাহী একটি বাস ওই এলাকায় পাহাড়ি সড়ক দিয়ে নামার সময় বিপরীত দিক থেকে আসা চিনকি মাওলা নামে আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের কমপক্ষে ১৫ জন আহত হয়।

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস কর্মীরা, পুলিশ ও স্থানীয়রা মিলে আহতদের উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় দিগন্ত কংকা বাসের চালক মহিউদ্দিনসহ তিনজনকে চমেক হাসপাতালে পাঠানো হয়।

এদিকে এ দুর্ঘটনার কারণে প্রায় আধাঘণ্টা খাগড়াছড়ি-চট্টগ্রামের সড়ক যোগাযোগ বন্ধ ছিল।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৯
এডি/এএটি

ক্লিক করুন, আরো পড়ুন :   খাগড়াছড়ি
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-08-03 13:23:12